
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। এঘটনায় হেলপারসহ আহত হয়েছেন দুইজন। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের বড় ছেলে আব্দুস সালাম (২৮). অপর দু-জন (হেলপার) সাতক্ষীরা কামাল নগর এলাকার আইজুলের ছেলে হুমায়ুন (২৭) ও আঙ্গুর ফলের মালিক পক্ষের লোক। তার নাম পরিচয় জানা যায়নি।
নিহতের চাচা হাবিবুর রহমান জানান, গত মঙ্গলবার (৬ই জুন) ভোমরা স্থল বন্দর থেকে আঙ্গুর ফল বোঝাই করা ট্রাক নিয়ে ঢাকায় উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে রাত ১০ টার দিকে ফরিদপুরের ভাঙায় পৌছালে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাইভারের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর হসপিটালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুস সালাম ব্যক্তি জীবনে এক সন্তানের জনক ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদ জোহর তার জানা নামায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।