
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক আজীবন সদস্য সম্মেলন, দোয়া অনুষ্ঠান ও ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আব্দুল মমিনের সভাপতিত্বে ও সাইফুল্লাহ আল মামুনের পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন মইনুদ্দিন বুখারি। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা মুহাদ্দেস আব্দুল্লাহ তার বক্তব্যে এ প্রতিষ্ঠানের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মাদ্রাসাটি আপনাদের সহযোগিতায় চলে। এখানে বর্তমানে ৪শ’ জন ছাত্র পড়াশোন করে। এর মধ্যে ১৫০ জন ছাত্র বিনা পয়সায় থাকা-খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা করে আসছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাদ্দেস আব্দুল্লাহ, মুফতি আব্দুল কুদ্দুস ও মাদ্রাসার সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।