
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুরে বজ্রপাতে জয়ন্তী ধর (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে মির্জাপুরের পূর্বপাড়ায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ একই এলাকার দিলীপ ধরের স্ত্রী। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
নিহতের নিকট আত্মীয় মুকুন্দ ধর জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে মির্জাপুরের পূর্বপাড়ার বিলে বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান তুলছিল জয়ন্তী। ওই সময় হঠাৎ তার পাশে বজ্রপাত হলে তিনি গুরুত্বর আহত হন। পরবর্তীতে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।