পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যদ্বয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে ও প্রভাষক আতাউর রহমানের পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পটভূমী তুলে ধরে বক্তব্য রাখেন, অধ্যাপক বিপ্লব ভদ্র, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, মো: নাজমুল হক, লক্ষী রানী দাশ প্রমুখ। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, অধ্যাপক গাজী সুজায়েত আলী।
অনুরুপভাবে পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি দিনটি যথাযথ মর্যাদায় পালন করেন।
পাটকেলঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Leave a comment