
সাতক্ষীরা প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ানের কাদিকাটি গ্রামে শিব মন্দিরের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও গ্রামবাসীদের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বিকালে কাদিকাটি গ্রামে নিতাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢালাইয়ের উদ্বোধন করে সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো: মোজাফফর রহমান। এসময় বক্তব্য রাখেন খলিষখালী ইউনিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অশোক লাহেড়ী, শিক্ষক বিধান চন্দ্র দাশ, দুলাল চন্দ্র দাশ, নারায়ন চন্দ্র দাশ, আবু সাঈদ গোলদার, সমরেশ চন্দ্র মন্ডল, শ্যামল চন্দ্র মন্ডল, মো: জালালউদ্দীন মোড়ল, শেখ ওমমান আলী, বিশ^নাথ দাশ, রবীন্দ্র নাথ দাশ, অমল চন্দ্র দাশ, সঞ্জয় দাশ, অচিন্ত দাশ ও শহীদ গাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মোজাফ্ফর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করতে হবে।