পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় কানন যুব সংঘ ও পাঠাগারের আয়োজনে পাটকেলঘাটা থানা এলাকার সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় পাটকেলঘাটায় ঐতিহাসিক ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লাল দল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় লাল দল ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ সরদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, রোটারিয়ান পুলক পাল, কানন যুব সংঘ পাঠাগারের সভাপতি ফরিদ হাসান জুয়েল প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত