পাটেকলঘাটা প্রতিনিধি : শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ- এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটার খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, শাহ আলম টিটু, মাহফুজুর রহমান মধু, মো. মাসুদুর রেজা, মোয়াজ্জেম হোসেন রঞ্জু, প্রনয় পালসহ চাল মিল মালিক ব্যবসায়ীসহ কৃষক নেতৃবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার, সরকার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। এসময় মিলমালিকদের সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করতে বলেন তারা । কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। চলিত মৌসুমি বোরো মৌসুমে ৫হাজার ৯শ ৭৫ মেট্রিকটন চাল প্রতিকেজি ৪৪ টাকা দরে এবং ১৫৫৭ মেট্রিকটন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত