পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ৬৮নং পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল জানান, রোববার সকালে স্কুলে এসে দেখি অফিস রুমের তালাসহ সকল ক্লাসরুম ভাঙ্গা। চোরেরা তালা ভেঙ্গে ১০টি সিলিং ফ্যান, একটি পানির মটর, স্কুলের পিতলের ঘন্টা ও সততা স্টোর এর ১৫শ’ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা পার্শবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রের দরজারও তালা ভাংচুরের চেষ্টা করে। উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াফ ইতি বিশ্বাস ও মো: শরিফুল ইসলাম জানান, আমাদের অফিসের ভিতরের তালা ভাঙতে না পারায় চোরেরা কিছুই নিতে পারেনি। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ বিদ্যালয় পরিদর্শন করে একটি খেলনা পিস্তল ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি গামছা উদ্ধার করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত