
তালা ও পাটকেলঘাটা প্রতিনিধি : ‘আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে’ এই শ্লোগান সামনে রেখে রোববার বিকালে পাটকেলঘাটা থানায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটা থানা আওতাধীন সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, বিশ্বজিৎ সাধু, পুলক কুমার পাল, সাংবাদিক মোজাফফর রহমান, আব্দুর রব পলাশ, গৌতম কর্মকার প্রমুখ।