
তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র তালা উপজেলার পাটকেলঘাটা বাজার নানা সমস্যায় জর্জরিত। বাজারটির গুরুত্বপূর্ণ হাই স্কুল রোড, বলফিল্ড রোড, খেয়াঘাট রোড, টাওয়ার রোড, গরুহাটা রোড, পুরাতন জনতা ব্যাংক রোড, কালীবাড়ি রোডসহ সহ বেশ কয়েকটি রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতি বছর শুধু মাপজরিপের মধ্যেই সীমাবদ্ধ থাকে রাস্তাটির উন্নয়ন কার্যক্রম। অত্র বাজারে ছোট বড় দু’হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকার প্রতিবছর বাজার থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকার রাজস্ব আদায় করে থাকে। তারপরও বাজারের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয় না। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ অপরিকল্পিত রাস্তা ও দোকানপাট নির্মাণ করায় বৃষ্টির শুরুতেই রাস্তাগুলো পানি কাদায় চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ সকল রাস্তা ব্যবহারকারী হাজার-হাজার মানুষ। তারা দ্রুত রাস্তাটি নির্মাণ কিংবা সংস্কারের দাবি জানান সংশ্লিষ্টদের কাছে।
আশরাফ আলী, প্রবীর পাল, শিরিনা খাতুনসহ কয়েকজন পথচারী জানান, এই রাস্তাটিতে শুস্ক মৌসুমে ধুলাবালি ও বর্ষায় হাটু-কাদা পানির জন্য কোন মৌসুম লাগে না। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হাটু কাদা পানির মধ্যে নিমজ্জিত থাকে। চলাচল করতে পারেনা কোন যানবাহন।
তারা বলেন, প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাটের দিন শত-শত ক্রেতা-বিক্রেতা পাটকেলঘাটায় আসেন। এছাড়া এলাকার স্কুল-কলেজের শত-শত ছাত্র-ছাত্রী এসব পথে যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদেরকেও।
হাদিউজ্জামান, আমিনুর রহমান, ইউসুফ আলীসহ এ সড়কের একাধিক ব্যবসায়ী জানান, অত্র সড়কটির দু’ধারে ছোট বড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি এনজিও, ডাক্তার খানা, একটি ক্লিনিক, আবাসিক এলাকা রয়েছে। দীর্ঘদিন রাস্তাটির বেহাল দশা থাকায় এ রাস্তায় কেউ আসতে চায় না। যে কারণে লোকসান গুণতে গুণতে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ২ বছর পূর্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটির ইট বালু ফেলে কোন রকম চলাচলের উপযোগী করা হলেও বর্তমানে এ রাস্তাটি দিয়ে যাতায়ত করার কোন পরিবেশ নেই। কোন ক্রেতা এই রাস্তায় আসতে চায় না। প্রায় দেখা যায় রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করে কিন্তু কার্যত কিছুই হয়না। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কর্তাব্যক্তিরা মাপামাপি করেই চলে যান। ওই মাপজরীপ পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কাজের কাজ কিছুই হয়না।
পাটকেলঘাটা বাজার কমিটির সভাপতি ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, মালপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় পাটকেলঘাটা বাজারের রাস্তাগুলো নতুন করে টেন্ডারের অপেক্ষায় আছে।
সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, খুব শীঘ্রই টেন্ডারের পর রাস্তার কাজ শুরু হবে। এতে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।