
জন্মভূমি ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রচারের জন্য ২০২১ সালের ২৪ জানুয়ারি সেখানে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেময় তিনি বলেছিলেন, ‘এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয়েছে, এতো বাংলাদেশের নয়; ইউরোপের কোনো রাস্তা।’ সেই নির্বাচনের প্রচারে অংশ নিয়ে বলা এ কথাগুলোই কাল হয়েছে রিয়াজের জন্য।
বন্দরনগরে এখন আধ-একটু পানি জমলেই প্রসঙ্গটি চলে আসে। তাঁকে নিয়ে ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যা রিয়াজেরও নজরে এসেছে। তবে এসব নিয়ে মোটেও বিরক্ত হন না এই চিত্রনায়ক।
সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রিয়াজ বলেন, ‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলেই মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরায় দেয়, ট্রল করে। এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ। আমি এ কারণেই এটা বলেছি যে চট্টগ্রাম অনেক ডেভেলপ হয়েছে।’