জন্মভূমি ডেস্ক : পায়রা বন্দরের ইনার এ্যঙ্কোরেজে ভিড়েছে ৩৭ হাজার ৮৩৭ মেট্রিকটন কয়লা নিয়ে বিদেশি জাহাজ এমভি ‘দরিয়া মায়া’। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি ভিড়েছে।
নয় দশমিক ৭৫ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯৯ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটির কয়লা লাইটারিং শেষে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে। পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত