
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইল-২ আসনে ভোটের মাঠের ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু। দীর্ঘ আইনী লড়াই শেষে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৯ দিন আগে তিনি নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি ভোটের মাঠে ফিরে আসায় ভোটারদের মাঝে অন্য রকম আমেজ কাজ করছে। ফলে পাল্টে যেতে পারে ভোটের হিসেবে নিকেশ।
গত ২৮ ডিসেম্বর নিজের প্রার্থীতা ফিরে পেয়ে ভোটের মাঠে নামেন সৈয়দ ফয়জুল আমীর লিটু। নড়াইল-২ আসনে নৌকা প্রতিক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মাশরাফি বিন মোর্ত্তজা। তার সাথে তাল মিলিয়ে দুর্দান্ত দাপটের সাথে ভোটের মাঠ কাপাচ্ছিলেন ওয়ার্কার্স পার্টীর নেতা নড়াইল-২ আসনের সাবেক সফল সাংসদ কমরেড শেখ হাফিজুর রহমান। তিনি এবার হাতুড়ি মার্কা নিয়ে মাঠে নেমেছেন। আরোও একাধিক প্রার্থী থাকলেও মূলত: তাদের দু’জনকে ঘিরেই চলছিল আলোচনা।
তবে সৈয়দ ফয়জুল আমীর লিটু ভোটের মাঠে ফেরায় ভোট ভাবনা পাল্টে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। স্বতন্ত্র প্রার্থী লিটুর প্রার্থীতা ফিরে পাওয়ায় নড়াইল-২ আসনের নির্বাচনী হিসেবে নতুন মোড় নিয়েছে। তার ভোটের মাঠে ফিরে আসার লড়াইয়ে বিজয়টাকে নড়াইলের মানুষ ভিন্ন দৃষ্টিতে দেখছেন। স্থানীয় নেতৃবৃন্দের ধারনা শেষ পর্যন্ত মূল লড়াই হবে নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বনাম ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু’র মধ্যে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত