
জন্মভূমি রিপোর্ট : হায় পাশবিকতা! রোববার ভোররাতে রূপসা উপজেলার বাগমারা এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী তার লম্পট পিতার দ্বারা ধর্ষিতা হয়েছেন। অভিযুক্ত ধর্ষক মোঃ এস্কেন্দার (৫১) রূপসা ঘাট এলাকায় একটি গণ টয়লেটের ইজারাদার। সকালে ভিকটিমের মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে। নির্যাতিতা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, বাগমারা এলাকার গণ কবরস্থান সংলগ্ন একটি বাড়িতে ভোর রাতে কন্যার কক্ষে ঢুকে এস্কেন্দার তার উপর শারিরিক নির্যাতন চালায়। ভিকটিমের আর্ত চিৎকারে তার মা ছুটে এসে মেয়েকে নগ্ন অবস্থায় উদ্ধার করেন। পুলিশ আসামিকে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করে। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল কবীর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ভিকটিমকে খুমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ সোমবার তার আদালতে উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করার কথা রয়েছে।