
ক্রীড়া প্রতিবেদক : পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ২১ বাংলাদেশি নাম লিখিয়েছিলেন। তবে কে কোন ক্যাটাগরিতে আছেন, সেই সময়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হচ্ছিল না। এবার একে একে সব ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ।
গোল্ড এবং সিলভার ক্যাটাগরি মিলিয়ে এই তালিকায় আছেন ১৫ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে ৬ জন গোল্ডে ও সিলভার ক্যাটাগরিতে ৯ জন আছেন।
সিলভার ক্যাটাগরিতে থাকা ৯ জন ক্রিকেটার হচ্ছেন- এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিপন মণ্ডল, সৌম্য সরকার, সাব্বির রহমান, জিয়াউর রহমান। এর মধ্যে রিপন ছাড়া সবারই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।
এর আগে, প্রকাশিত তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তামিম ইকবালরা।
এ ছাড়া গোল্ড ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম এবং মুক্তার আলী জায়গা পেয়েছেন। এর মধ্যে মুক্তার ছাড়া সবাই জাতীয় দলের নিয়মিত মুখ।
পিএসএলের আসন্ন আসরের জন্যে ২২ দেশের ৪৫৮ জন ক্রিকেটার ড্রাফটে নাম নিবন্ধন করেন। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৭৬ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
আগামী ১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। গেল আসরের ফাইনালে মুলতান সুলতানসকে ১ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল লাহোর।