জন্মভূমি ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে বয়লার মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে থাকা সাত হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পিকআপ ভ্যানের চালক মোখলেসুর রহমান আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস অফিসার রেজাউল করিম বলেন, ‘রাতে গাজীপুর থেকে মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যান পাবনার ফরিদপুরে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পিকআপ ভ্যানে থাকা সাত হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পিকআপ ভ্যানের চালক মোখলেসুর রহমান আহত হয়েছেন।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত