যশোর প্রতিনিধি : রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান। শেখ মোঃ মনিরুজ্জামান ,তার পেশাগত দায়িত্ব পালনে মামলার রহস্য উদঘাটন, পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
পুলিশ সপ্তাহে তিনি রাজারবাগ পুলিশ লাইনস গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাকে পরিয়ে দেন।
যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে প্রথমে যোগদান করেন।বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল প্রাপ্ত হয়েছেন। শেখ মোঃ.মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই।
অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ সকল সহকর্মিদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।
অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান এর আগে ঢাকা যশোর কোতোয়ালি , মনিরামপুর থানা সহ , গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত