প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ১:২৮ পি.এম
পিরোজপুরের কালিকাঠী রাণীপুর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী রানিপুর আদর্শ পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। পাঠাগারের সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি লেখক ছিলেন, অতিরিক্ত পাবলিক পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ সোহরাব হোসেন জুয়েল, পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া