পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন। পরে জেলা ষ্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব চত্বরে গিয়ে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা ছাত্রদলের সভাপতি হাসাস আল মামুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পিও সহ নেতাকর্মী অনংগ্রহণ করেন। পরে জেলা ছাত্রদলের আয়োজনে অস্বচ্ছল ও দরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।