পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাব পরিচয় দেওয়া তিন সদস্য ও মাইক্রোবাসসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ভান্ডারিয়া উপজেলার টিএন্ডটি রোড(কবিরাজ বাড়ী) এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভূয়া পরিচিত কার্ড, একটি খেলনা পিস্তল, দুইটি ওয়াকি টকি, র্যাব লেখা সম্বলিত চারটি জ্যাকেট, দুইটি ব্যাটেল স্টিক, চোখ বাঁধার কাপড়, দুইটি গাড়ির নম্বর প্লেট, জুতা ও টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস সহ র্যাবের ব্যবহৃত আরও কিছু মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দিন খান ওরফে রবিউল (৪০), শেরপুর জেলার কামারিয়া খুনুয়া চরপাড়া গ্রামের পুলিশে চাকুরিচ্যুত সদস্য মোঃ শেখ ফরিদ (৩২) এবং তাদের গাড়িচালক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মিয়া সুন্দরপুর গ্রামের মোঃ শিপন আলী সোহেল (৩৫)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫-৬ জন ভূয়া র্যাব সদস্য পালিয়ে যায়।
রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের তোফাজ্জেল পঞ্চায়েত এর ছেলে ডাকাত সর্দার অলি পঞ্চায়েত এর নেতৃত্বে র্যাব পরিচয় দেওয়া চক্রটি শনিবার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার টিএন্ডটি রোডের কবিরাজ বাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ফরিদের বিরুদ্ধে একটি এবং পলাতক আসামী ডাকাত সর্দার অলি পঞ্চায়েতের বিরুদ্ধেও ১১ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুরে ডাকাতির প্রস্তুতি কালে মাইক্রোবাসসহ আটক ৩
Leave a comment