এস এম মুর্শিদ, পিরোজপুর : পিরোজপুরে ডেভলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় জেলা স্টেডিয়ামে বিভিন্ন উপজেলা থেকে আগত ১০০ জন ছাত্রের সমন্বয়ে ডেভলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম। খেলায় লটারির মাধ্যমে ৬টি দলের ৫ টি খেলায় প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে প্রতিযোগিতা হয় এবং চ‚ড়ান্ত পর্বে ৪৪ জন বাছাইতে উত্তীর্ণ হয়। ডেভলপমেন্ট কাপ খেলোয়াড় বাছাইতে ফুটবলে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর সদর উপজেলা দল, আর রানার্স আপ হয় নেছারাবাদ মোহামেডান ফুটবল একাডেমী। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দ‚রে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।