
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রবীণদের মাঝে লাঠি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে অসহায় প্রবীণদের মাঝে উপজেলায় ৯টি ইউনিয়নে ১৬২ জনকে লাঠি বা ওয়াকিং ইসটিক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টর (রিক) এর উদ্দ্যোগে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহাবুবুর রহমান, রিক আঞ্চলিক সমন্বয়কারী মো: ফারুক রহমান সহ প্রবীণ কর্মসূচির সকল কর্মকর্তাবৃন্দ।