
হাসান মামুন, পিরোজপুর : পিরোজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সিকদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহিন রেজা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর মো. ইলিয়াস বেপারি প্রমুখ।