এস এম মুর্শিদ, পিরোজপুর : পিকেএসএফএর চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহম্মেদ খান বলেছেন, ব্যুরোক্রেসিতে কাজ করা ভেরি ডিফিকাল্ট থিং। রাজনীতি করা সহজ কিন্তু আমলার কাজ করা কঠিন। এতে এতো চিন্তা ভাবনা করতে হয়। সাসপেন্ডও হতে চায়না ; প্রমোশনও চায়, চাকরি ও করতে চায় আবার খারাপ পোস্টিং ও পেতে চায়না। তিনি শনিবার (২১ ডিসেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকেদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।জাকির আহমদ খানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমি কোন দিন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম না, সরাসরি সেক্রেটারি। আমি আওয়ামী লীগ সরকারের সাথে, বিএনপি সরকারের সাথে ও তত্ত্বাবধায়ক সরকারের সাথে সমানতালে কাজে করছি। আমাকে অনেকেই বলতো এই লোকটা সবার সাথে কিভাবে কাজ করতেছে। শেখ হাসিনা আমাকে যেভাবে জানতেন; খালেদা জিয়াও সেভাবে জানতেন। সাইফুর রহমান আমাকে স্নেহ করতেন এবং শাহ এম এস কিবরিয়া আমাকে স্নেহ করতেন।জাকির আহমেদ খান সাংবাদিকদের কাছে পিরোজপুরের রাস্তাঘাটের খারাপ অবস্থার বিষয়ে সংবাদপত্রে তুলে ধরতে পরামর্শ দেন। মফস্বলের দুর্দশার কথা পত্রিকায় তুলে ধরুন পরামর্শ দিয়ে তিনি বলেন, এলাকার মানুষ এগুলো যানতে চায়। মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা। মতবিনিময় সভা সঞ্চালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভি ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ।