বিজ্ঞপ্তি : মহানগর ও জেলা বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের জন্য দ্বিতীয় দফায় জেলখানায় পিসিতে নগদ অর্থ এবং গুলিতে আহত নেতা-কর্মীদের বাড়িতে-বাড়িতে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করেছেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সোমবার সকালে বকুল কর্তৃক প্রেরিত নগদ অর্থ গ্রেফতার হওয়া মহানগর ও জেলার কারাবরণকারী ৭৮জন নেতা-কর্মীর পিসিতে (প্রিজনারস ক্যান্টিন) দ্বিতীয় দিনের মত প্রেরণ করেন মহানগর ও জেলা নেতৃবৃন্দ। এরপর মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন পুলিশের গুলিতে আহত মহানগরীর ৫ থানার নেতা-কর্মীদের বাড়িতে বকুল প্রেরিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসুন প্রভৃতি পৌঁছে দেন। অনুরূুপভাবে জেলা আহবায়ক কুদরতে আমির এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিও জেলার আহত নেতৃবৃন্দের বাড়িতে এসব দ্রব্যাদি নিয়ে যান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আহত ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা বকুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, জেলা যুগ্ম আহবায়ক কে এম শফিকুল আলম নান্নু, সদর থানা আহবায়ক কে এম হুমায়ুন কবির, সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, গাজী জাকির, মাসুম আলম চৌধুরী, সাজ্জাত প্রমুখ।