জন্মভূমি ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে হত্যা করতে তার বাস ভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এমন অভিযোগ করেছে রাশিয়া। দেশটির সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে ব্লুমবার্গ ও আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেন ক্রেমলিনে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল পুতিনকে হত্যা করা। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুতিন নিরাপদে আছেন ।
ক্রেমলিনের উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যম তাস খবর প্রকাশ করেছে, এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে।
ক্রেমলিন বলছে, যে দুটো ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে।
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র বলছেন, সেসময় পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মস্কোর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উপরের দিকে উঠছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি বস্তু ক্রেমলিনের উপরে উড়ছে এবং তার পরেই তাতে বিস্ফোরণ ঘটে।
তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হয়নি। রাশিয়ার এই অভিযোগের জবাবে ইউক্রেন বলছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বার্তা সংস্থা আরআইএ জানায়, রাশিয়ার এর জবাব দেয়ার অধিকার রয়েছে এবং উপযুক্ত সময়ে সেটা দেয়া হবে। ‘ক্রেমলিন এই ঘটনাকে দেখছে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ এবং ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজের আগে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসেবে’ বলছে আরআইএ। বিজয় দিবসের কুচকাওয়াজে বহু বিদেশি অতিথির যোগ দেয়ার কথা রয়েছে।
ক্রেমলিনকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা বলছে কুচকাওয়াজ অনুষ্ঠানের কোনো পরিবর্তন হবে না। আগের পরিকল্পনা অনুসারেই তা অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রুশ শহরগুলোতে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন। তার অংশ হিসেবেই এসব হামলা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
গত সোমবার বিশেষ সামরিক অভিযান চলার সময় রাশিয়ার বিমান বাহিনী তিনটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী (রুশ) ইউক্রেনের বিমানবাহিনীর তিনটি বিমান ধ্বংস করেছে। দোনেৎস্কের উলিয়ানভকা ও খেরসন অঞ্চলের মিরোলিউবভকার কাছে ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাশাপাশি খেরসন অঞ্চলে ভেলেতেনস্কয়ে এলাকার কাছে ইউক্রেনের বিমানবাহিনীর একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত