বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল আহসান বলেছেন, ভোলায় গ্যাস পাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এখানে গ্যাস বৃহৎ আকারে পাওয়া গেলে এ গ্যাস মেইন ল্যান্ডে নিয়ে আসা হবে। এতে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গ্যাসের আওতায় আনা হবে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পার্শবর্তী দেশ ভারত থেকেও গ্যাস আমদানির বিষয়টি চিন্তা-ভাবনায় রয়েছে। ভোলার গ্যাস ও মেইন ল্যান্ডের গ্যাস পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসবে। এ লাইনটি গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নেয়া হবে।
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় এ সময় পেট্রেবাংলার ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত