জন্মভূমি রিপোর্ট
আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দেয়া হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখি সেতুর উদ্বোধন করবেন।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা সেতু উদ্ধোধনের দিন ক্ষন গণনা শুরু করেছে। এ উপলক্ষে দৈনিক জন্মভ‚মির পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হবে। আজ প্রকাশিত হলো খুলনা -৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দর প্রতিক্রিয়া।
তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে জন্মভ‚মিকে বলেন, পদ্মা সেতু জাতীয় উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। পদ্মা সেতুর প্রতীক্ষায় আছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় তিন কোটি মানুষ।
পদ্মা সেতু উন্মুক্ত হলে কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিই বদলে যাবে। আরও বিশদভাবে বলতে গেলে এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটনসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। সব মিলিয়ে এই সেতু দেশের মানুষের স্বপ্নের সেতু হয়ে উঠবে।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সঙ্গে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রান্স ব্রিজটির ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে থাকবে একটি একক রেলপথ। দ্বিতল এ সেতু মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের মাধ্যমে পদ্মার দুই পাড়কে সংযুক্ত করবে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে।
ভবিষ্যতের কথা ভেবে নকশায় রেললাইন সংযোজন করা হয়। কারণ ভবিষ্যতে এটিই হবে ট্রান্স-এশীয় রেলপথের অংশ। তখন যাত্রীবাহী ট্রেন যত চলবে, তার চেয়ে অনেক অনেক বেশি চলবে মালবোঝাই ট্রেন। ডাবল কনটেইনার নিয়ে ছুটে চলবে ট্রেন। সেইসঙ্গে এই সেতুকে অবলম্বন করে নেয়া হবে গ্যাস, অপটিক্যাল ফাইবার, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ।
২০০৮ সালের নির্বাচনি ইশতেহার অনুসারে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করার প্রতিশ্রæতি বাস্তবায়নে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দৃঢ়তায় পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পথে।
খুলনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অঢেল শুভেচ্ছা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত