
জন্মভূমি রিপোর্ট : সড়কে অর্থ আদায়সহ পুলিশের নানা হয়রানির প্রতিবাদে ৩ ঘন্টা কর্ম বিরতি দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে পুলিশের এ হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক নেতারা।
রোববার বেলা ১১টায় বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে প্রতিবাদ সমাবেশে শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বিভাগের জেলা গুলিতে দাহ্য পদর্থ বহন করার সময় বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ চলন্ত ট্যাংকলরী থামিয়ে অহেতুক অর্থ আদায় করেন। অর্থ না দিলে কাগজপত্র, লাইসেন্স জব্দসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করে। অনেক সময় আটকসহ ট্যাংকলরী চালকদের সাথে খারাপ আচারন করে। এর প্রতিকার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও স্থায়ী কোন সমধান হয়নি। এ ঘটনার প্রেক্ষিতে রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন করা থেকে বিরত থাকে ট্যাংকলরীর চালক-শ্রকিরা, চালকরা ট্যাংকলরী চলাচল বন্ধ রাখে তিন ঘন্টা।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী। শ্রমিক নেতা মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় এ সময় ইউনিয়নের সাঃ সম্পাদক আলী আজিম, শেখ নুর ইসলাম, জালাল হাওলাদার, নুর আলম শেখ, জাকির হোসেন, শওকত হোসেন সোনা, মোঃ আল আমিন, শেখ সোলাইমান, মাসুম হোসেন, রুবেল তালুকদার, শামিম চৌধুরী, ফাহিম হোসেন, লাভলু হোসেন, হালিম গাজী বক্তৃতা করেন।