ডেস্ক নিউজ : রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমির এক পুলিশ সুপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একাডেমি থেকে গোয়েন্দা পুলিশের একটি শাখা তাকে আটক করে। পুলিশ একাডেমির অ্যাডিশনাল ডিআইজি সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক পুলিশ সুপারের নাম মো. তানভীর সালেহীন ইমন। তিনি সারদায় অ্যাডমিন অ্যান্ড লজিসস্টিকস বিভাগের এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সারদায় পদায়নের পূর্বে ডিএমপির হেডকোয়াটারে ডেপুটি কমিশনার হিসেবে কাজ করেছেন ইমন।পুলিশ একাডেমির অ্যাডিশনাল ডিআইজি সারোয়ার জাহান বলেন, ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল এসে এসপি তানভীর সালেহীন ইমনকে সারদা পুলিশ একাডেমি থেকে নিয়ে গেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত