
বিজ্ঞপ্তি : কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, পরিষদের সহ-সভাপতি সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, এড. বিজন কৃষ্ণ মণ্ডল, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, রামচন্দ্র পোদ্দার প্রমুখ। মতবিনিময়কালে পূজা পরিষদ নেতৃবৃন্দ আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে নির্বিঘ্নে পালনের নিরাপত্তা এবং মহানগর এলাকাধীন বিভিন্ন মঠ-মন্দির ও শ্মশানের জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে তাঁর সহযোগিতা কামনা করেন। এসময়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তাঁদের স্ব-স্ব ধর্মের ধর্মীয় উৎসব উদযাপন করেন। সকল ধর্মেই শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যায় আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন।