
জন্মভূমি রিপোর্ট : খুলনা-৩ আসনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি মন্দির কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বাসভবনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,”ধর্ম যার যার,উৎসব সবার” আমরা সবাই মিলেমিশে আনন্দ করবো,আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। যারা পূজা উৎযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কোনরকম তাদেরকে ছাড় দেয়া হবে না।
প্রশাসনের সকলের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন সবকিছু নজরে এনে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুস্থ সুন্দর ভাবে যাতে পালন করতে পারে তার জন্য আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, তিলক কুমার গোস্বামী, আশুতোষ সাধু, প্রকাশ অধিকারী, শ্যামল কুমার দাস, সুজিত কুমার ভট্টাচার্য (লক্ষণ), তপন কুমার দাস,সাধন চন্দ্র সাধু, মনোরঞ্জন দাস,অশোক দাস, অমর কুমার কুন্ডু, অশোক কুমার দাস, রাধে শ্যাম দেবনাথ, প্রবীর কুমার কুন্ডু, বাসুদেব মন্ডল, অশোক রায়, কাত্তিক চন্দ্র সাহা, নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।