শেখ হাসান আল মাহমুদ, শরণখোলা : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির বনে শনিবার সকালে আগুন লেগেছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ^র দাস শনিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, শনিবার (২২ মার্চ) সকালে কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক ¯া’নে বনে আগুন জ¦লতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন যাতে বনের ব্যপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। আশেপাশে পানির কোন উৎস নেই বলে তিনি জানান। বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দুরে গহীন বনের মধ্যে আগুন জ¦লছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।
ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষনিক ধানসাগর ষ্টেশন কর্মকর্তাকে জানানো হয়।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম ইত্তেফাককে বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোজ খবর নিয়ে আগুন নিয়ন্ত্রনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে: নিয়ন্ত্রনের চেষ্টা বনরক্ষীদের

Leave a comment