
শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরা থেমে নেই। সোমবার দুপুরে শরণখোলা রেঞ্জের ডিমেরচরে আবারও ধরা পড়েছে দুই ট্রলারসহ ১৫ জেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৪ আগষ্ট) দুপুরে সুন্দরবনের স্মার্ট টীমের বনরক্ষীরা কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচরে অভিযান চালিয়ে অবৈধভাবে ভাবে মাছ ধরার সময় দুইটি ট্রলার ও জালসহ ১৫ জেলেকে আটক করে। আটক জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়। আটক এই জেলেরা বরগুনার সাবেক এক সংসদ সদস্যের মালিকানাধীন জেলে বহরের জেলে বলে বনরক্ষীরা জানিয়েছেন।
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরা বন্ধ হচ্ছে না।প্রায়শই ট্রলার ও জেলে আটক হচ্ছে। গত শনিবারও দুবলারচরে ৫ ট্রলারসহ ৯ জেলে বনরক্ষীদের হাতে ধরা পড়ে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, আটক জেলেরা ডিমেরচর এলাকায় অবৈধভাবে মাছ ধরছিলো।আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বরগুনার পাথরঘাটা এলাকার জেলেদের অবৈধভাবে মাছ ধরার প্রবনতা দেখা যায় এর সাথে বরগুনার মতস্য ব্যবসায়ী ও সাবেক এক সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে এসিএফ জানিয়েছেন।