শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা এখন বাঘ আতংকে ভুগছেন। প্রতিনিয়ত অফিস ব্যারাকের আশেপাশে বাঘ ঘোরাফেরা করায় বনরক্ষীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।
কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা জানান, সাম্প্রতিক কালে সুন্দরবনের কচিখালী এলাকায় বাঘের ব্যপক আনাগোনা দেখা যায়। গত মাসাধিককাল যাবত কচিখালী বনরক্ষীদের অফিস ও ব্যারাকের আশেপাশে প্রায়ই বাঘ চলে আসে। বাঘ তার আপনমনে অফিস আঙ্গিনায় অনেক সময় ধরে অবস্থান করে চলে যায়। গত জুলাই মাসের প্রথম দিকে একটি বাঘ একটানা তিন দিন যাবত অফিসের পাশে অবস্থান করায় বনরক্ষীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় দিন পার করেছিলো। গত বুধবার (৯ আগস্ট)
সকালেও একটি বাঘ কচিখালী ফরেস্ট অফিসের পাশে অনেকক্ষন অবস্থান করায় বনরক্ষীরা আতংকিত হয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বনরক্ষী জানান, ব্যারাকের কাছে ক্রমাগত বাঘের উপস্থিতির কারণে ভয়ে তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান কচিখালী অভয়ারণ্য কেন্দ্রে বাঘের আনাগোনা বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বলেন, অবস্থা দৃষ্টে বলা যায় শরণখোলা রেঞ্জে বাঘ বৃদ্ধি পেয়েছে। কচিখালী সংলগ্ন ডিমেরচরে একসাথে তিনটি, চান্দেশ্বরে জোড়া এবং আরও কয়েক জায়গায় একাধিক বাঘ বনরক্ষীরা দেখতে পেয়েছেন বলে এসিএফ জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত