ডেস্ক নিউজ : চলতি বছরের এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি পেছানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিলের এ পরীক্ষাটি হবে মে মাসের ১৩ তারিখে।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে এসএসসির সংশোধিত সূচি বুধবার প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে দিয়ে এসএসসির সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। তাদের পরীক্ষা আরাম্ভের তিন দিন আগে প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।