প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২২, ৯:৩১ পি.এম
পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকের উপরে হামলা
![]()
জন্মভূমি রিপোর্ট
পেশাগত দায়িত্বপালনের সময় অতর্কিত দুই যুবক বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইনের উপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকালে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে বাংলাভিশনের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে। এসময় পুলিশকে ফোন দেওয়া দেখে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান, হামলাকারী দুই যুবকের পরিচয় সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক সাদ্দাম হোসাইন, ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ফেলোশীপ পেয়েছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া