
বিজ্ঞপ্তি : কেন্দ্র ঘোষিক কর্মসূচির অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা শাখার উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ‘গাছ লাগাই, পরিচর্যা করি, জীবন বাঁচাই’ এ প্রত্যয় ধারণ করে শুক্রবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। শুক্রবার বেলা ১১টায় ফলজ গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি এ ৩ প্রকারের ৩ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশীয় প্রজাতির আম ও জামরুল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা নাগরিক নেতা এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোনালী ব্যাংকের অবঃ ডিজিএম এফ এম মনিরুজ্জামান, সদস্য যথাক্রমে এস এম দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খ ম শাহীন হোসেন, মাহবুব চৌধুরী লোটন, শংকর রায় সাগর, মুজিবর রহমান, শাকিল আহমেদ প্রমুখ।
এ সময়ে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, তাপমাত্রা কমাতে হলে, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার কোনো বিকল্প নেই। অক্সিজেন ব্যাংক হিসেবে খ্যাত একমাত্র বৃক্ষই পরিবেশের তারসাম্য রক্ষার মাধ্যমে মনুষ্য বসবাসোপযোগী এ পৃথিবী বহাল রাখতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রকৃতির অন্যান্য উপাদানের ন্যায় গাছের ভূমিকা অপরিহার্য। বক্তারা বলেন, শুধুমাত্র গাছ রোপণ করলেই হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। রোপণকৃত গাছ বিনষ্টের মাত্রা কমিয়ে আনতে এর যত্ন বাড়াতে হবে। সুতরাং বৃক্ষরোপণ এবং পরিচর্যা দু’টোকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।