জন্মভূমি রিপোর্ট : বৈশাখের শুরুতেই প্রচন্ড খরতাপে পুড়ছে চারিদিক। খরতাপের প্রভাবে খুলনা অঞ্চলের তাপমাত্রার পারদ গত ৯ বছরের রেকর্ড ভেঙ্গে আরও উর্ধ্বমুখি হয়েছে। সেই সাথে অস্বস্তিরকর গরমের মধ্যে শুরু হয়েছে দফায়-দফায় লোডশেডিং। দুপুর, সন্ধ্যা, গভীর রাত কিংবা ভোর কোনো কিছুর বালাই নেই বিদ্যুতের এই লুকোচুরিতে। প্রচন্ড গরমের মধ্যে দফায়-দফায় লোডশেডিংয়ে দুবির্ষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন। এর সঙ্গে যোগ হয়েছে মশার উৎপাত। সব মিলিয়ে সীমাহীন কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে নগরীর মানুষ।
খুলনায় গত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজ করতে হাঁপিয়ে উঠছেন। আর এই অসহনীয় গরমের সঙ্গে লোডশেডিংয়ে মানুষের নাভি:শ্বাস উঠেছে। গত ৩-৪ দিন ধরে প্রতিদিন গড়ে ৫-৬ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
নগরীর পূর্ব বানিয়াখামারের বাসিন্দা শেখ মানিক জানান, গত শনিবার সারা দিনসহ ইফতারির সময় বিদ্যুৎ চলে যায়। তারাবিহ নামাজের সময় আরেক দফা গিয়েছে। রাত ২টা ২১ মিনিটে লোডশেডিং শুরু, হয়েছিলো এক ঘণ্টা। আবার ভোর সাড়ে ৫টায় পুনরায় লোডশেডিং। এবারও বিদ্যুৎ ছিলো না এক ঘণ্টা। যেখানে প্রচন্ড গরমে ফ্যান চালিয়েও ঘরে থাকা যায় না। তার মধ্যে বিদ্যুৎ না থাকলে মনে হয় ‘ভয়ংকর আজাব’ শুরু হয়েছে। মশার যন্ত্রণায় বাইরেও বসে থাকার উপায় নেই। এই কষ্ট বলে বোঝাতে পারবো না।
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান বলেন, প্রচন্ড গরমে বেশিরভাগ এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। লোড বেড়ে যাওয়ায় ট্রান্সফর্মারসহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এসব মেরামতে সময় লাগছে। এছাড়া সরবরাহ কম থাকায় কিছু লোডশেডিং হচ্ছে। তবে পরিমানে কম।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন এই দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর খুলনায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাগেরহাটের মোংলায় ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার খুলনায় তাপমাত্রা ছিলো ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস। গত শুক্রবার তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রী সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা ছিলো ৩৯.৭ ডিগ্রী সেলসিয়াস। রোববার তাপমাত্রা ছিল ২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত