
শেখ আরাফাত, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে ১২১ পরিবারের জন্য মুজিব শতবর্ষের ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাঙ্খিত ঘর পেতে উদগ্রীব হয়ে আছে অসহায় পরিবারের সদস্যরা।
ঘুর্ণিঝড় ও বন্যার ছোবলে আক্রান্ত প্রতাপনগর ইউনিয়নে সরকারি অর্থে ৩.৬৬ একর জমি অধিগ্রহন করে ১২১টি টিনসেড আধাপাকা ঘর নির্মান কাজ করা হচ্ছে। প্রত্যেক ঘর নির্মানের জন্য ব্যয় বরাদ্দ ২ লক্ষ ৭১ হাজার টাকা। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শমত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান নিরলস পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নে নিয়োজিত আছেন। ৮০% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ভারী বর্ষণে বৃষ্টির পানির স্রোতে একাংশের বালু ধ্বসে নির্মাণাধীন দু’টি ঘরের কাজ ক্ষতিগ্রস্থ হলে পুনরায় মাটির কাজ ও পুনঃ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কাজের অগ্রগতির ও সবশেষ অবস্থা দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। মঙ্গলবার দুপুরে তিনি নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেন।
ক্যাপশান ঃ প্রতাপনগরে মুজিববর্ষের ১২১ টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করছেন অতিঃ জেলা প্রশাসক (রাঃ) কাজী আরিফুর রহমান। পাশে নির্মনাধীন ঘরের অংশ বিশেষ।