
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরদ ক্লাস্টারের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় কাকবাসিয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমন্বয় সভা অনু্ষ্িঠত হয়। ক্লাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহনে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ব্রিফিং করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান নয়ন, প্রধান শিক্ষক খালিদ হোসেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক নুর-ই আজম সিদ্দিকী, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহিনা আক্তার, প্রধান শিক্ষক কাজী কাইয়ুম শামীম প্রমুখ। সভায় রুটিন অনুমোদন, বই সমন্বয়, বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেনি পাঠদান, ছাত্র- ছাত্রীদের ইউনিক আইডি প্রোফাইল তৈরিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।