ডেস্ক রিপোর্ট : মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার। বর্তমানে মামলাটি তদন্তাধীন। অর্থ জালিয়াতির মামলায় শিল্পাকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে কে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (ইকনমিক অফেন্সেস উইং)।
একটি সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা শিল্পার মালিকানাধীন একটি সংস্থার অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা স্থানান্তর করার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এখনও পর্যন্ত, এই মামলায় শিল্পা শেঠিসহ পাঁচজনের বক্তব্য রেকর্ড করেছে।
এর আগে সেপ্টেম্বরে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বক্তব্য রেকর্ড করেছিল। রাজকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছিল, ‘৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিনেত্রী শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে।’
এদিকে গত ২ থেকে ৫ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে পারিবারিক ছুটি কাটাতে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়েছিলেন রাজ-শিল্পা, কিন্তু মুম্বাই হাইকোর্ট তাদের আবেদন নামঞ্জুর করেন। তারা মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার জারি করা লুকআউট নোটিশ স্থগিত চেয়ে একটি আবেদন দায়ের করেছিলেন। কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দেন।
শিল্পা ও রাজের আইনজীবী নিরঞ্জন মুন্ডারগি, কেরাল মেহতা আদালতে বলেন, ‘তাদের বিরুদ্ধে ২০২১ সালে মামলা থাকা সত্ত্বেও দম্পতি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন। এবং তদন্তে সহযোগিতা করার জন্য ফিরে এসেছিলেন। তাই তারা দাবি করেন বর্তমান তদন্ত চলাকালীন তাদের ভ্রমণের অনুমতি দেওয়া উচিত।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত