খানজাহান আলী থানা প্রতিনিধি : প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ফুলবাড়ীগেট ল্যাবরেটরি স্কুল মোড়ে মিজান একাডেমির নিজস্ব কার্যালয়ে সালেহা ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের সার্বিক সহযোগিতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। ফ্রি ডেন্টাল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা প্রদান করেন ডা. মো: তসলিম ইকবাল (বিএমডিসি) ও ডা. পল্লব কুমার সরকার (বিএমডিসি)। ফ্রি ডেন্টাল ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার দরিদ্র ও অসহায় মানুষসহ প্রায় দুই শতাধিক রুগীর চিকিৎসা সেবা সহ তাদেরকে দাঁত সুস্থ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত