জন্মভূমি ডেস্ক : প্রবাসী আয় বাড়লে চলমান অর্থনৈতিক সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘রেমিট্যান্স বাড়াতে আমরা কাঠামোগত সংস্কারের পথ খুঁজছি।’ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত ‘সরকারি আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশ থেকে অনেক মানুষ চাকরি নিয়ে বৈধপথেই বিদেশে যাচ্ছেন। যে পরিমাণ রেমিট্যান্স আসার কথা তা আসছে না। আমাদের প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স ঠিকভাবে আসলে দেশে অর্থনৈতিক সমস্যা থাকত না। চলমান সমস্যা আগেই সমাধান হয়ে যেত।’
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স বাড়ছে না কেন, আমরা তার খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত আমরা নিচ্ছি। তাদের যেকোনো পরামর্শ আমরা গ্রহণ করব।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত