
ডেস্ক রিপোর্ট : ২০০৮ সালে সংসদ নির্বাচনের আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের যাত্রা শুরু হয়। ওই সময় কারাগার থেকে মুক্তির পর যুক্তরাজ্যে যাওয়ায় গুলশানের কার্যালয়ে কখনো যাওয়া হয়নি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর তিন দিনের মাথায় গুলশানের কার্যালয়ে যান তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
দুপুর ২টার পর গুলশান কার্যালয়ে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান।
গত বৃহস্পতিবার দুপুরে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সেদিন তাকে দলের পক্ষ থেকে রাজধানীর ৩শ ফিট এলাকায় সংবর্ধনা দেয়া হয়।
দেশে ফেরার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে দুই দফায় অসুস্থ মাকে দেখতে যান। এর বাইরে প্রয়াত বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর, শহীদ শরিফ ওসমান হাদির কবর, শ্বশুরের কবর, পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন। এছাড়া ধানমন্ডিতে শ্বশুরের বাসাতেও যান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত