ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে টাইগাররা অল আউট হয় মাত্র ১০৬ রানেই। তবে অল্প রানে অলআউট হলে বল হাতে ঘুরে দাঁড়াতে পেরেছে টাইগাররা। মিরপুরের উইকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম, তাঁর ফাইফারে ৬ উইকেটে ১৪০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা, স্বাগতিকদের চেয়ে এগিয়ে আছে ৩৪ রানে।
১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়াদের এই ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তাইজুল, বাকি একটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এদিকে টেস্ট ক্রিকেটে এর আগে ১২ বার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল, সাদা পোশাকে এটি তাঁর ১৩তম ফাইফার।
বল হাতে শুরুটা করেছিলেন হাসানই। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পান এই তরুণ পেসার। সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করামকে সাজঘরের পথ দেখান তিনি।
মার্করাম ফেরার পর ৪১ রানের জুটি গড়েছিলেন আরেক ওপেনার টনি ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবস। টাইগার বোলারদের সামলে দলীয় সংগ্রহ বাড়াচ্ছিলেন এ দুজন। তবে ইনিংস বড় করতে পারেননি স্টাবস।
দ্বাদশ ওভারে তাইজুল ইসলামের বলে স্লিপে সাদমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রোটিয়া এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে তিনি ২৭ বলে করেছেন ২৩ রান।
এদিকে চা বিরতির পর বল হাতে জাদু দেখিয়েছেন তাইজুল। চেনা মাঠে প্রোটিয়া ব্যাটারদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন এই স্পিনার, তৃতীয় সেশনে আরও ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে একে একে আউট হয়েছেন ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজ, রায়ান রিকেলটনরা।
রিকেলটন সাজঘরে ফেরার পর উইয়ান মুল্ডারকে নিয়ে দলের হাল ধরেছেন কাইল ভেরেইন, টাইগার বোলারদের সামলে ৩২ রানের জুটি গড়েছেন এ দুজন, তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ৩৪ রানে এগিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম দিনের খেলা আরও ৬ ওভার বাকি থাকলেও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ করেছে দিনের খেলা।