
ক্রীড়া প্রতিবেদক : গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না বাংলাদেশ অধিনায়ক। তার বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। সাকিবের ইনজুরির খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শঙ্কা জাগে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক। তবে শঙ্কা উড়িয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান।
বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আফগানদের বিপক্ষে সাকিব খেলতে পারবেন না বলে দেশে যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শনিবার বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব আল হাসান অবশ্যই খেলবে। তার না খেলার মতো কোনো ইনজুরি হয়নি। তাছাড়া সাকিবের পায়ের চোট মোটেও গুরুতর না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।
তিনি আরও বলেন, সাকিবের পায়ে কিছুটা অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিল। তবে শুনেছি তার ইনজুরির খবরে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য হলো তেমন গুরুতর কোনো ইনজুরি হয়নি। আমি বলছি, আগামী ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সাকিব।