জন্মভূমি রিপোর্ট : নগরীর সিদ্দিকীয়া মহল্লার হাজী ইসমাইল লিংক রোডের মাসুম হুদা বাপ্পির সাথে জুঁই খাতুন নামের এক নারীর বিয়ের সব আয়োজন ঠিক হলেও বড় স্ত্রীর বাঁধার মুখে পন্ড হয়ে যায়।
সূত্র জানায়, বিয়ে ও তালাক রেজিষ্ট্রার মাওলানা মো. তৈয়েবুর রহমান ৪অক্টোবর প্রত্যায়ন পত্রে জানিয়েছেন ২৫ আগস্ট ৫০হাজার টাকা দেন মোহর ধার্যে বিয়ে রোজস্ট্রারীকরাকালিন মুসুম হুদা বাপ্পির প্রথম স্ত্রী খুকু মনির আপত্তির কারণে তা অসম্পূর্ণ অবস্থায় বাতিল করা হয়। যার ভলিয়াম বই ৭১/২৩ এবং পৃষ্ঠা নং ১২।
মাসুম হুদা বাপ্পি জানিয়েছে, জুঁই খাতুন ও মাসুম হুদা বাপ্পির বাতিলকৃত বিয়ে দশ লাখ টাকা দেনমোহর ধার্য করে নতুন একটি কামিননামা স্বাক্ষর করে নেয় কাজীর সহকারী মো. কামরুল ইসলামকে দিয়ে। যা আইনসিদ্ধ নয়। এই কামিননামা নিয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো ও টাকা আদায়ের ফন্দি কররত পারে এই চক্রটি। গত বুধবার রাতে কাজীর সহকারী মো. কামরুল ইসলামকে কয়লাঘাট এলাকায় একটি তিনতলা বাড়িয়ে নিয়ে মারপিট করে ও অস্ত্রের ভয় দেখিয়ে দশ লাখ টাকার দেনমোহর লিখে একটি কামিন নামা তৈরী করে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত