বাগেরহাট অফিস : প্রযুক্তিখাতে শিক্ষার্থীদের এগিয়ে বাগেরহাটের মাধ্যমিক পর্যায়ের ১২০ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই ট্যাব তুলে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাসিউল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাগেরহাট সদর উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে জনশুমারি ও গৃহগননা-২০২১ প্রকল্পের পক্ষ থেকে এই ট্যাবলেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৭৮২ টি ট্যাব প্রদান করা হবে।