মোরেলগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে সমাবেশকে সফল করার লক্ষে ২ শতাধিক মোটর শোভাযাত্রা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গুলিশাখালী বাজার, কুদঘাটা বাজার, দীঘিরপাড়, আলির বাজার, মৌলভীবাজার হয়ে জিউধারা বাজারে এসে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম, খলিল জোমাদ্দার, আ: গফফার শিকদার, মো. আবু ফরাজি, কাওসার হোসেন, আ. রহিম মৃধা, আবু তাহের মিনা, আ: সাত্তার, হুমায়ুন কবির ফলি, মেহেদী হাসান বাবু, র”বেল হোসেন, মো. হার”ন হাওলাদারসহ নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন। খুলনায় ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সকল নেতা-কর্মী জনসভাস্থলে গিয়ে জনসভাকে সফল করতে হবে।